কুলাউড়া আ.লীগের কাউন্সিলে নতুনরাও পদ পেতে মরিয়া!
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৯, ৬:২৫ অপরাহ্ণ
নাজমুল ইসলাম, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ১০ অক্টোবর। এই কাউন্সিলে পদ পদবী পেতে সিনিয়রদের নেতাদের সাথে দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা জুনিয়র নেতারাও লবিংয়ে আছেন। েেদড় দশক পর সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে তারা চাকুরী, ব্যবসা ও ব্যক্তিগত কাজকে পেছনে ফেলে পদ পেতে স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা সভাপতি সম্পাদকের নজর কাড়ার চেষ্টায় কসুর করছেন না।
জানা যায়, আ’লীগের সহযোগী সংগঠনের অনেক দায়িত্বশীল রয়েছেন এখন পর্যন্ত যারা কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য পদও ভাগ্যে জোটেনি। তাদের কেউ কেউ অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। তাদের এমন প্রচারণায় উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সম্পাদকীয় পদে থাকা কয়েকজন সিনিয়র নেতা অনেকটাই বেকায়দায় রয়েছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বর্তমান উপজেলা আ’লীগের কমিটিতে থাকা একাধিক নেতা বলেন, তারা সদস্য পদে না থেকেও যদি বড় পদ পদবী পেয়ে যান তাহলে আমাদের স্থান কোথায় থাকবে?
পদ প্রত্যাশীদের মধ্যে লন্ডন মহানগর আ.লীগের তথ্য বিষয়ক সম্পাদক কামাল হাসান উপজেলা আ’লীগের সম্মেলনে গুরুত্বপূর্ন পদ পাবেন বলে আশাবাদী। তিনি এখন পর্যন্ত উপজেলা কমিটির সদস্য নন। তথ্যমতে তিনি ছাত্র ইউনিয়নের সিলেট জেলা শাখার এক সময়কার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আ.লীগের রাজনীতিতে যোগ দেন। তার সমর্থকরা ফেসবুকে সাধারণ সম্পাদক পদে তার নামে প্রচারণা চালাচ্ছেন।
মো. বদরুল ইসলাম বদর আ’লীগের সম্মেলন ঘোষণার পর তিনি নিজেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা দেন। যদিও উপজেলা আ’লীগের সদস্য নন কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছেন আ’লীগের সহযোগী সংগঠন হয়ে। বর্তমানে তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য পদে আছেন।
এদিকে সম্মেলনের তারিখ নির্ধারণের পর থেকেই হঠাৎ করে সাবেক শ্রমিকলীগ নেতা সিপার উদ্দিন আহমদের শুভাকাক্সক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নতুন পদ প্রত্যাশী প্রভাষক মমদুদ হোসেন এখন পর্যন্ত উপজেলা আ’লীগের কমিটিতে কোন পদে নেই বলে জানা গেছে। সর্বশেষ ২০১৭ সালে ব্রাহ্মনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে সদস্য মনোনীত হোন। কাউন্সিলে তার সমর্থকরা যুগ্ম সম্পাদক পদের দাবিতে ফেসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আরেক পদ প্রত্যাশী মোঃ আব্দুল মতলিব। এবারের আওয়ামীলীগের সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে দাবি করছেন। তিনি ২০০৪-২০১৫ সাল পর্যন্ত কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান মো, সাইফুল ইসলাম আসন্ন উপজেলা সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী।
মো. জামাল হোসেন মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক তিনিও কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদ পেতে প্রত্যাশী।
সম্মেলনের বিষয়ে জানতে চাইলে কুলাউড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বলেনÑ আ’লীগের সম্মেলনকে সফল করতে উপজেলা কমিটির সকল আ.লীগ নেতার সমন্বয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১০ নভেম্বরের সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা আ.লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ জানান, দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আ’লীগের রাজনীতি করে যাচ্ছি। যে কোন জেলা বা উপজেলায় সম্মেলনের পূর্বে সব জায়গায় পদ পেতে সক্রিয় হয়ে উঠেন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সেটা আমাদের জানা আছে। দলকে সুসংগঠিত করতে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।