ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে আল ইসলাহর আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০১৯, ৭:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদর আল ইসলাহ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সদর আল ইসলাহর সভাপতি মাও. কবির আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম, অফিস সম্পাদক মাওলানা মো. শফিকুল আলম সুহেল, জেলা তালামীযের আহবায়ক এম এ জলিল, সদর আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা মনসুর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সৈয়দ করম আলী লংলী, হাফিজ আবুল হোসেন খান প্রমুখ।
আলোচনা সভার শেষে মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ করা হয়।