মৌলভীবাজারে শিল্পকলা একাডেমির আয়োজনে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০১৯, ৮:৩৫ পূর্বাহ্ণ
কেএইচ শাওন
‘১৩ শত নদী শুধায় আমাকে’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি দেশজুড়ে নদীকেন্দ্রিক সাংস্কৃাতিক অনুষ্ঠানে আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল ৬ নভেম্বর বুধবার বিকেলে চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী, মৌলভীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক মিন্টু।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট অঞ্চলে পদার্পণের শতবর্ষপূর্তিতে কবিকে স্মরণ করে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানটি পরিবেশন করা হয়।
আলোচনা সভায় বক্তারা নদীকে ঘিরে যে বাংলা সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছে তাকে পুর্ণসংরক্ষণের দাবি জানান। নদীকেন্দ্রিক সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানান।
আলোচনার পরের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নদীভিত্তিক গান, নৃত্য, কবিতা, একক অভিনয় , লোকগান, বাউলগান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে নদীকে কেন্দ্র করে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়, আয়োজন শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।