শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মহড়া
প্রকাশিত হয়েছে : ৬ নভেম্বর ২০১৯, ৬:৪৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ ইং উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মচির আওতায় শ্রীমঙ্গলে সচেতনতামূলক মহড়া ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জোনাল অফিসের স্টেশন অফিসার মো. আজিজুল হক রাজনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃদ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে অগ্নিনির্বাপক প্রদর্শনী ও জনসচেতনতায় র্যালী অনুষ্ঠিত হয়।