জেএসসি ও জেডিসিতে মৌলভীবাজারে অনুপস্থিত ৬৪২ শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৯, ৮:৫৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মৌলভীবাজারে অনুপস্থিত রয়েছেন ৬৪২ জন শিক্ষার্থী।
আজ ২ নভেম্বর সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসকের জেএসসি-জেডিসি পরীক্ষা কন্টোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে জেএসসি পরীক্ষার্থী ৪৯৭ জন, জেডেসি পরীক্ষার্থী ১৪৫ জন অনুপস্থিত। এছাড়াও ১১ জন ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
এবারে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলা থেকে জেএসসিতে ২৯ হাজার দুইশত ৬জন, জেডিসিতে ৪ হাজার ৮শত ৪৩ জন এবং ভোকেশনালে মোট ৭১৮ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।