শ্রীমঙ্গলে স্কাউটস এর তিন বছর মেয়াদি নির্বাহী কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৯, ৭:৫৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে বাংলাদেশ স্কাউটস এর তিনবছর (২০১৯-২০২২) মেয়াদের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ৩ নভেম্বর রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে দশম ত্রিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
উক্ত নির্বাহী কমিটিতে পদাধিকার বলে কমিটির সভাপতি হন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। সহ-সভাপতি পাঁচজন হলেন- সাবেক স্কাউটস সম্পাদক সুশান্ত কুমার দে, ভুনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপেন্দ্র চন্দ্র দেব নাথ, সুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন নাজ, কমিশনার (সুপারিশকৃত) ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব, কোষাধ্যক্ষ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রণবেশ চৌধুরী অন্তু, নির্বাচিত সম্পাদক হলেন বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, পদাধিকার বলে অন্যতম সদস্য হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে গ্রুপ কমিটির সভাপতি দুইজন হলেন -ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদ।
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গ্রুপ কমিটির সভাপতি দুইজন হলেন- চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা রানী দেবী, প্রস্তাবিত উপজেলা স্কাউট লিডার শাহ মোস্তফা জে আই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবদুল মোমিন, উপজেলা কাব স্কাউট লিডার (প্রস্তাবিত) জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার দেব নাথ।
এর আগে দশম বার্ষিক কাউন্সিলের ত্রিবার্ষিক সধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, বাংলাদেশ স্কাউস্টস এর মৌলভীবাজার জেলার কমিশনার মো. খয়রুজ্জামান শ্যামল, সম্পাদক ফয়জুর রহমান, সহকারী কমিশনার আব্দুল ওয়াহিদ, সহকারি পরিচালক আতাউর রহমান। সভায় মোট ১৬০জন কাউন্সিলর অংশ নেন।