সমবায় দিবসে মৌলভীবাজারে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৯, ৭:১৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর।
আজ ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. অজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সমবায় অফিসার মো. দৌলত হোসেন, সমবায়ীদের পক্ষে মাসুকুর রহমান, মোয়াজ্জেম হোসেন, আকিকুল ইসলাম শায়েক, মুজিবুর রহমান, বেলাল তালুকদার, সৈয়দ সাইফুর রহমান, মির্জা মাহবুব আলম চৌধুরী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার প্রমুখ।
পরে প্রধান অতিথি জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন সমবায়ীদের পুরস্কার বিতরণ করেন।