কুলাউড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৯, ৬:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়ায় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। প্রশাসন ও গণমাধ্যমকে না জানাতে পরিবারের লোকদের চাপ দেওয়া হচ্ছে।
ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণচেষ্টার শিকার ৯ বছরের শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। গত ২৮ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে শিশুটি পার্শ্ববর্তী গ্রামের কাঠমিস্ত্রি কুটি মিয়ার বাড়িতে যায় আমলকী আনতে। এ সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কুটি মিয়া (৪২) ওই শিশুটির পথরোধ করে ২৫ টাকা পাওনা দাবি করেন। একপর্যায়ে জোরপূর্বক শিশুটিকে পাশর্^বর্তী বেলজিয়াম গাছের বাগানের ঝোঁপে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে বাগানের আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলে জড়ো হন। কুটি মিয়ার হাত থেকে ছাড়া পেয়ে ওই শিশুটি দৌড়ে বাড়িতে চলে যায়।
পরিবারের লোকদের দাবি, বিষয়টি স্থানীয়ভাবে শেষ করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এ খবর প্রশাসন ও গণমাধ্যমে যাতে না যায় সে ব্যাপারে তাদের সতর্ক করা হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত কুটি মিয়া মোবাইল ফোনে বলেন, ‘এখন আমি কিছু বলবো না পরে জানাবো বলে ফোন কেটে দেন।’
স্থানীয় ইউপি সদস্য মোতাহের উদ্দিন শিশুর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, মঙ্গলবার সকালে অভিযুক্ত কুটি মিয়া ও ঘটনার শিকার শিশুটির কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছি। কুটি বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য আমাদের অনুরোধ করেন। আমি আমার পরিষদের চেয়ারম্যানকে অবগত করে প্রশাসনকে জানাবো।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।