রাস্তার ঝোঁপঝাড় পরিস্কার করলো ছিকরাইল সমাজকল্যাণ সংস্থা
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৯, ৬:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে’ এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত মৌলভীবাজার সদরের ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থা। গতকাল ২৫ অক্টোবর এই সংগঠনের উদ্যোগে ছিকরাইল সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফয়জুল করিম ময়ূন।
উদ্বোধনের পর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলে। ছিকরাইল সড়কের দুইপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকার ঝোঁপঝাড় পরিস্কার করা হয়। এই কার্যক্রমে সংস্থার সদস্যসহ প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সমাজসেবক বদরুল আহমদ, ব্যবসায়ী শামিম আহমদ, ইউপি সদস্য গৌছ উদ্দিন, ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নজমুল খান, সভাপতি আজমল খান, সাধারণ সম্পাদক পাবলু মিয়াসহ ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।