ভোলায় মুসলিম হত্যার প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৯, ৭:৪৬ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মহানবীকে (স.) নিয়ে কটূক্তিকারীদের শাস্তি ও ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ ২২ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার রাজনগর পুরাতন থানা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
‘রাজনগরের সর্বস্তরের তৌহীদি জনতা’র ব্যানারে আয়োজিত এই মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের কেন্দ্রীয় সড়কের ত্রিমোহনাতে এক সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়। এসময় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পুরাতন থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোসলেহ উদ্দিন আমীরপুরী। এসময় মাওলানা কবির আহমদ হোসাইন, মাওলানা মওসুফ আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আজমল আলী, হফিজ আবুল কালাম, ইউনুছ আহমদ, রাজনগর বাজারের ব্যবসায়ী জসিম মিয়া, শহিদুল ইসলাম, বায়েজিদ আহমদসহ প্রায় শতাধিক মুসলিম জনতা উপস্থিত ছিলেন।