ভোলায় নবীকে নিয়ে কটূক্তি ও মুসলিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৯, ৭:৫২ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
ভোলা জেলার বোরহানুদ্দীন উপজেলায় আল্লাহ ও রাসূল (সা.)-কে কটূক্তি ও পুলিশের গুলিতে ৪ মুসলিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। আজ ২১ অক্টোবর বিকালে খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার ব্যানারে টাউন দেওয়ানী মসজিদ থেকে এই মিছিল শুরু হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আহমদ বিলাল।
বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ছাত্র মজলিসের জেলা সভাপতি ছাদিকুর রহমান প্রমুখ।
সভায় মাওলানা আহমদ বিলাল বলেন, সাধারণ মুসল্লিদের বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি ছুঁড়ে ৪ নবীপ্রেমিক মুসলিমকে হত্যা করেছে। পুলিশের এই ভূমিকা উস্কানীমূলক। আজ মুসলিম হত্যার প্রতিবাদে পুরো দেশ উত্তাল। মুসলিম হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।