বড়লেখায় পাঁচ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৯, ৪:৩৬ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর সদস্যরা চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন। আজ ১৯ অক্টোবর শনিবার দুপুর ১২টায় শহরের দক্ষিণবাজার এলাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে ফারিয়ার বড়লেখা শাখার সভাপিত আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রশীদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জহিরুল হক, সাবের আহমদ চৌধুরী, আবু বক্কর, শাহবাজপুর ফারিয়ার সভাপতি সোলেমান হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, জুয়েল আহমদ, রফিক উদ্দিন, অমিত পাল প্রমুখ।
মানববন্ধনে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে-সরকারি নতুন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনকে (ফারিয়া) সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটির বিধান।
মানববন্ধন শেষে তাঁরা বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।