মৌলভীবাজারে রোটারেক্ট ক্লাব মিড টাউনের খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৯, ৮:০৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালন করেছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন। আজ ১৬ অক্টোবর বুধবার সকালে মৌলভীবাজারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফুড এইড-২০১৯ নামে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন এর সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান রো. সানি আহমেদ এর সঞ্চালনায় পথশিশু এবং দরিদ্র মানুষের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ খান, এডিআরআর সৈয়দ ফারাবি আহমেদ, আইপিপি সুহানুর রহমান জয়, সেক্রেটারি আল হাদীসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।