পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখায় ভৈরবগঞ্জ বাজারের দোকানীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৯, ৪:১২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে এক দোকানীসহ ৩ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
আজ ১৪ অক্টোবর সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার, কালাপুর বাজার ও তার আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
শাহ মোহাম্মদ আব্দুল শুকুর নামে একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ভৈরবগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স পাল ব্রাদার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসাবে ৫০০ টাকা প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল মূল্য তালিকায় পেঁয়াজের দাম কেজি প্রতি বিক্রয় মূল্য ৮৫ টাকা লেখা থাকলেও অভিযোগকারীর কাছে ১০০ টাকায় বিক্রয় করেছেন। এছাড়াও অভিযানকালে শ্রীমঙ্গল রোডে অবস্থিত শ্রী শ্রী ঠাকুরবাণী মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, কালাপুর বাজারে অবস্থিত মা ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রেখে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করা হয়।