মৌলভীবাজারে কবিতা পড়ে আবরার হত্যার প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৯, ৫:৩৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বুয়েট শিক্ষার্থী আবরারসহ সকল হত্যাকা-, অন্যায়-অবিচারের বিরুদ্ধে মৌলভীবাজারে কবিতা পড়ে প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে কবিতায় আড্ডা নামে একটি সংগঠন এই প্রতিবাদের আয়োজন করে।
সংগঠনের সদস্য স্বর্ণালী দাস চুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবাদী গান ও কবিতাপাঠে অংশ নেন, কবি মহিদুর রহমান, আবৃত্তিশিল্পী শাহীন ইকবাল, বায়েজিদ হোসাইন, অনুরাধা রায়, সজিবুল ইসলাম তুষার, মমতাজ বেগম, চৌধুরী সামছুল আরেফিন, সীমান্ত দাস।
এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ^জিত নন্দী ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের রাজীব সূত্রধর।