মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৯, ৫:৫৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ‘সবার আগে দৃষ্টি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে এর আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়। পরে মৌলভীবাজার পৌর সভার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবির চৌধুরী, পৌর মেয়র মো. ফজলুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ চন্নু, যুগ্ম সম্পাদক সাংবাদিক আবদুল হামিদ মাহবুব প্রমুখ।