কমলগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ৬:২৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে কলেজ ছাত্রলীগের সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় রহিমপুর ইউনিয়নের ছয়চিরী দিঘী সংলগ্ন এলাকায় পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গতকাল রবিবার সকালে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, মামলার আসামী অপহরণকারী হাসান আহমদ (২২) গ্রেফতারকৃত ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত হাসান আহমদ কমলগঞ্জ সদর ইউনিয়নের বাল্লার পার গ্রামের আব্দুর রকিবের ছেলে।
গত ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভানুগাছ রোড থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে কয়েকজন কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ইকবাল আহমদের মেয়ে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।