শ্রীমঙ্গলে চা শ্রমিকদের দায়ের কুপে আহত শামসুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ৬:৫৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনায় চা শ্রমিকদের দায়ের কুপে আহত শামসু মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
নিহত শামসু মিয়া শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের বাসিন্দা ও লাখাইছড়া চা-বাগানের চৌকিদার বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ডিঙ্গডিগিয়া বস্তিতে চা বাগানের শ্রমিকরা তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে ওই দিনই গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করাহয়। আজ মঙ্গলবার ভোররাতে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।
এ ঘটনায় ৩ চা শ্রমিককে আসামী করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দিনবন্ধু বুনার্জি ও রবি শাওতাল নামে ২ ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
উল্লেখ্য, গত ২৬ আগষ্ট ঝাল মুড়িখাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে ফুলছড়া চা বাগানে চা শ্রমিকরা মনির হোসেন নামে এক যুবকে পিটিয়ে হত্যা করে।