বড়লেখায় জুয়ার আস্তানায় পুলিশের হানা, ২ জুয়াড়ি জেলহাজতে
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ৫:২৪ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার তালিমপুর ইউনিয়নের নূর উদ্দিন (৬৫) ও দিপু দাস (৩৫)।
সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার তালিমপুর ইউপির বড়ময়দান এলাকার বাসিন্দা লব দাসের বাড়িতে প্রতিদিনই জুয়ার আসর বসে। বিভিন্নস্থান থেকে জুয়াড়িরা এসে এখানে জুয়া খেলে। প্রতিদিনের মতো সোমবারও সেখানে জুয়া খেলা চলছিলো। বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক লব দাস পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৫’শ টাকাসহ নূর উদ্দিনকে ও দিপু দাসকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, দুজনকে মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।