জেলা বিএনপি সদস্য ওয়াজিমুল হকের মৃত্যু, বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯, ৪:০৭ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ওয়াজিমুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। আজ ২২ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এই শোকবার্তা পাঠানো হয়।
গত শুক্রবার দিবাগত রাতে ওয়াজিমুল হকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। ওয়াজিমুল হকের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তপুর গ্রামে। তার পিতার নাম মাফিজ উল্লাহ। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ১ ছেলেসহ স্ত্রী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
ওয়াজিমুল হকের মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এক শোকবার্তায় বলেন, ওয়াজিবুল হকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। তিনি বিএনপির একজন একনিষ্ট কর্মী ছিলেন। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তার পরকালীন জীবনকে শান্তিময় করুন ও বেহেশতের সর্বোচ্ছ মাকাম দান করুন।