পরিবার থেকে টাকা হাতিয়ে নিতে রাজনগরে স্কুল ছাত্রের অপহরণ নাটক, পুলিশের খাঁচায় বন্ধি ৩
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৯, ৬:৩৪ অপরাহ্ণ
পরিবার থেকে টাকা হাতিয়ে নিতে অপহরণ নাটক সাজায় রাজনগরের স্কুল ছাত্র মাসুম (১৪)। মায়ের ফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের খাঁচায় অপর দুই সহযোগী সালমান (২০) ও সামাদ (১৯) সহ গতকাল ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের হুমায়ূন রশিদ চত্বর থেকে তারা বন্ধি হয়।
পুলিশের হাতে আটক মাসুম রাজনগর উপজেলা সদর ইউনিয়নের ভুজবল গ্রামের দুবাই প্রবাসী সুলেমান মিয়া ওরফে তাজিল মিয়ার ছেলে। সে হাজী গজনফর আলী উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় মাসুমের চাচা মুক্তার মিয়া বুধবার ১৮ সেপ্টেম্বর বিকালে ভাতিজা মাসুম আহমদ অপহরণ হয়েছে বলে রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টার দিকে চুল কাটার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় মাসুম। রাত ১০টা পর্যন্ত বাড়িতে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পান নি। রাত ১টার দিকে মাসুমের মায়ের মুঠোফোনে কল করে বলা হয় ‘১০ লক্ষ টাকা দিলে তার ছেলেকে ফিরিয়ে দেয়া হবে। থানা পুলিশ করে কোন লাভ নেই। টাকা কোথায় নিয়ে যেতে হবে তা পরে জানাবে।’ একথা বলে সংযোগ বিছিন্ন করে দেয় অপহরণকারী চক্র। এর কিছুক্ষণ পর আবার ফোন করে ‘টাকা রেডি হয়েছে কি না জানতে চায় এবং সিলেটের মালনি ছড়া বাগানে টাকা নিয়ে যেতে বলে। এ ব্যাপারে রাজনগর থানা পুলিশ বিভিন্ন এলাকায় মাসুমের খোঁজে তল্লাশি চালায়।
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর অপহরণকারীরা ফোন করে বলে, ‘থানা পুলিশ না করার জন্য বলেছিলাম। থানা পুলিশ কি তাকে বের করে দিতে পারবে। ১০ লাখ টাকা ছাড়া তাকে পাবে না। মাসুমকে পেতে হলে টাকা রেডি করার জন্য বলে এবং মাসুমের চিৎকারও শোনায় অপহরণকারীরা।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, শুক্রবার সন্ধ্যায় সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে মাসুমকে উদ্ধার করা হয়। এ সময় তার সাথে থাকা সম্পর্কীয় চাচা সালমান ও কুলাউড়ার সামাদকে আটক করা হয়। এ ঘটনায় অপহরণ নাটকের হোতা মাসুমসহ ৪ জনকে আসামী করে রাজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন, মাসুমসহ আটক ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।