কুলাউড়া উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৯, ৭:৪৭ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা কাজী সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলহাজ্ব কাজী বদরুল হকের সভাপতিতে ও কাজী ফকরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, কাজী মাওলানা এটিএম মোজাহিদুল ইসলাম।
সভাশেষে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব কাজী একেএম বদরুল হককে সভাপতি ও কাজী গোলাম মোস্তফা চৌধুরী সুহেলকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি কাজী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, কাজী খন্দকার ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কাজী মখলিছুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক কাজী মাওলানা এম এ মনাফ, প্রচার সম্পাদক কাজী মাওলানা লিয়াকত আলী, সহ-প্রচার সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার।
সদস্যরা হলেন, কজী মাওলানা আব্দুস শহীদ শাহজালালী, কাজী মাওলানা এটিএম মোজাহিদুল ইসলাম, কাজী মাওলানা গৌছ আলী, কাজী মাওলানা জুনায়িদ আহমেদ বেলাল, কাজী মাওলানা জাকির হোসেন, কাজী মাওলানা মইন উদ্দিন, কাজী মাওলানা মনসুর আহমেদ, কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েস প্রমুখ।