খলিলপুরে লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৯, ৭:২৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদরের খলিলপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি মাও. ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সহপ্রচার সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল মাও. মো. শফিকুল আলম সুহেল, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক কবি সালাহ উদ্দিন ইবনে শিহাব, তালামীযে ইসলামিয়া খলিলপুর ইউপি শাখার সাবেক সভাপতি মাও. হুসাইনুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্ছু, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, মুকিমপুর ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাও. এম এ জলিল, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী, সাবেক সভাপতি লতিফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও শিক্ষক আব্দুল কাদির, ইউপি সদস্য আহমদ আলী, ইলিয়াছুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দূল আলী, খালিছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন খঞ্চনপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয তাজুল ইসলাম, হাজী মো. ফরমান মিয়া ইবতেদায়ি মাদরাসার সুপার মাওলানা দুরুদ আহমদ, মো. ওয়াজিব উল্লাহসহ ট্রাস্টের সদস্যবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরা।
পরে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রত্যেক ক্লাসের ১ম, ২য় ও ৩য় রোলের প্রত্যেক শিক্ষার্থীকে কৃতি স্মারক প্রদান করা হয়। অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন ট্রাস্টের সদস্যরা।