কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতির উপর হামলা
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৭:৫১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতির উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় ভানুগাছ বাজারস্থ নিজ পত্রিকার স্থানীয় অফিসের সস্মুখে অতর্কিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ভানুগাছ বাজারের জনৈক রাজিব রায় উত্তম (৩৫) এর নেতৃত্বে কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উপর প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায় উপর হামলা চালায়। পরে প্রাণ রক্ষার্থে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী একটি ডেকোরেটার্সের দোকানে আশ্রয় নেন।
এ সময় হামলাকারীরা সেখানেও উত্তেজনা করে তার উপর হামলা চালায় এ সময় ডেকোরেটার্সের দুই কর্মীও আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ৯ জনকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। যার নেতৃত্বে হামলা হয়েছে তার বিরুদ্ধে থানায় অনেক আগেই অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সময় মতো ব্যবস্থা নিলে আজকের এই ঘটনা ঘটতো না। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাজিব রায় উত্তমের সাথে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। এরপরও পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখছে।