শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ৬:৪১ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে অনুদানের চেকবিতরণ করেছেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
গতকাল (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় ১ হাজার ১৫৯টি পরিবারকে ৫ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন তিনি।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, আওয়ামী লীগ নেতা অর্ধেন্দু কুমার দেব, চা শ্রমিক নেতা সিতারাম অলমিক, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি বলেন, চা বাগানের ছেলে মেয়েদের লেখাপড়া জন্য শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেকটি চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছি। আগে এসব চা-বাগানগুলোতে একটিও সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল না। আর এসব বিদ্যালয়ে বাগানের ছেলে মেয়েরাই চাকুরী পেয়েছে। এই স্কুলগুলো করে দেয়ার কারণে চা-বাগানের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে।