মৌলভীবাজারে দুর্গা পূজা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ৬:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে শারদীয় দুর্গা পূজা উৎসব সুষ্ঠুভাবে উদযাপন করার মৌলভীবাজার পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পিষুষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না।
মতবিনিময় সভায় পুলিশ সুপার ফারুক আহমেদ বলে, প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।