কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মৌলভীবাজারে উলামা পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ৪:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টাার ::
কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার উলামা পরিষদ। আজ ১৪ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি হাবিবুর রহমান ও মাওলানা মুজাহিদ আহমদের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল বারী ধর্মপুরী।
সমাবেশে বক্তব্য রাখেন রায়পুর টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, জামেয়া আরাবিয়ার মুহতামিম মুফতি হাবিবুর রহমান, নূরুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল, ভাদগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুর রহমান, রাজনগর গড়গাঁও মাদরাসার মুহতামিম কারি শামসুল হক, জামেয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারি, জামেয়া শেখবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা সাদ আমিন, বরুনা মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুর রহমান, কালিয়ারগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, মাওলান জিয়া উদ্দিন ইউসুফ, মাওলান সাইফুর রহমান ফয়সল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে মৌলভীবাজার শাহ মোস্তফা সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্বরে গিয়ে শেষ হয়।