রাজনগর র উপজেলা আওয়ামী লীগের সভাপতির সংবাদ সম্মেলন
নিজেকে বৈধ সভাপতি দাবি মিছবাহুদ্দোজার
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৯, ৬:২৫ অপরাহ্ণ
রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিসবাহুদ্দোজা নিজেকে বৈধ সভাপতি দাবি করে বৃহস্পতিবার রাজনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের দেয়া অব্যাহতি পত্রকে অবৈধ ও নিজেকে বৈধ সভাপতি দাবি করেন। এদিকে একই দিন (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদের স্বাক্ষরিত কারণ দর্শাণোর একটি চিঠিকে নিজের বৈধতার প্রমান হিসেবে উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে মিসবাহুদ্দোজা বলেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ সুনামের সাথে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। গত ২৭ আগস্ট কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা ছাড়া মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতিপত্র দেয়া হয়। জেলার সেই চিঠি নিয়ে তিনি গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে দেখা করেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাকে আশ^স্থ করে বলেছেন, জেলা আওয়ামী লীগের দেয়া অব্যাহতি পত্রটি সঠিক নয় এবং তা কার্যকরও নয়। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের সভাপতি ব্যতিত কোন ব্যক্তিকে অন্য কেউ পদ হতে অব্যাহতি কিংবা অপসারণ করার এখতিয়ার নেই। সেই হিসেবে তিনিই রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এখনও বহাল আছেন।
মো. মিসবাহুদ্দোজা আরো জানান, আগামী ১৪ সেপ্টেম্বর রাজনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেই সভায় অংশ নেবেন এবং পরবর্তীতে সভাপতি হিসেবে কাউন্সিলে প্রার্থীও হবেন। অন্যতায় তিনি পৃথক বর্ধিত সভা করে করণীয় নির্ধারণ করবেন।
এদিকে গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হাতে পান মো. মিসব্হাুদ্দোজা। চিঠিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ ও নানাবিধ তৎপরতাসহ সংগঠনের শৃঙ্খলা বিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার লিখিত অভিযোগ পাওয়া গেছে। সে কারণে গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুযায়ী কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা ২১ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডীস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করার নির্দেশ দেয়া হয়।’
সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মওলা লুকু, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন, সহ-সভাপতি ফজর আলীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অব্যাহতির সিদ্ধান্ত সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিসবাউর রহমান জানান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনর সিদ্ধান্ত কেবল তাকে অবগত করা হয়েছে। এতে জেলার কোন সিদ্ধান্ত নেই।