কমলগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৯, ৭:৫৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় খেলা উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন।
উপজেলার পৌরসভাসহ নয়টি ইউনিয়নে ১০টি দল এ প্রতিযোগিতার অংশগ্রহণ করছে। আলোচনা সভা শেষে উদ্বোধনী দল ৮নং মাধবপুর ইউপি ও ৯নং ইসলামপুর ইউপি দলের খেলোয়াড়দের সাথে অতিথিরা কুশল বিনিময় করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন।