শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে আবারও সাপ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৯, ৭:৩৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গল শহরতলীর নতুন বাজারের কলার আড়ত থেকে আবারও একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনভর আতংক শেষে দুপুরের পর সাপটি উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব। এর আগে গত সোমবার (৩ সেপ্টেম্বর) একই দোকান থেকে শহরের নতুন বাজার দক্ষিণ রোডের সুশান্ত বাবুর কলার আড়ত থেকে কালনাগি নামক একটি প্রাপ্ত বয়স্ক সাপ উদ্ধার করেন সঞ্জিত দেব।
আড়তের মালিক সুশান্ত বাবু জানান, সাপটি দেখার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে কাছে আসছেন না। কি ধরণের সাপ, বিষাক্ত কিনা লোকের মুখে এ ধরণের বাক্য চলতে থাকে ঠিক সেই সময়ে হাজির হন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব। তিনি অনেক কৌশলে এবং দীর্ঘ সময় চেষ্টার পর সাপটি ধরতে সক্ষম হন।
স্বপন দেব সজল জানান, মঙ্গলবার শ্রীমঙ্গলের নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন ভয় পেয়ে যান। পরে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্জিত দেব সাপটিকে উদ্ধার করেন। শীঘ্রই সাপটি বনে অবমুক্ত করা হবে। এদিকে সাপটি গোখরা বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ স্ন্যাক এন্টিভেনম গবেষণা সেন্টারের সহকারী গবেষক রোমন বিশ্বাস ৷