শ্রীমঙ্গলে ওয়াশ ভলান্টিয়ারদের হাইজিন প্রোমোশন বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৯, ৭:২৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গল আইডিয়া’র হাইজিন প্রোমোশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্র্যাক লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।
এ সময় উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি সংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ ও আইডিয়া’র প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার।
চা শ্রমিকদের হাইজিন বা স্বাস্থ্যবিধি সম্পর্কে অবহিত ও তা মেনে চলার জন্য অত্র প্রকল্পে ৩৪ জন ওয়াশ ভলান্টিয়ার নিয়োজিত আছে যারা প্রত্যেকে ১০০ থেকে ১২০টি পরিবারকে নিয়মিত ওয়াশ ও স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ প্রদান করেন। প্রতিটি বাড়িতে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরি, ল্যাট্রিন ব্যবহার, হাত ধোয়ার পাত্র স্থাপন ও প্রতিদিন অন্তত ৫ বার বিশেষ করে খাওয়ার আগে, ল্যাট্রিন থেকে ফিরে, বাচ্চাকে শৌচ কাজ করানোর পর, রান্নার করা ও খাবার পরিবেশনের সময় হাত ধোয়ার অভ্যাস শেখানো হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন আইডিয়ার হাইজিন প্রোমোশন অফিসার প্রীতি ইসলাম ও প্রজেক্ট অফিসার বিশ^জিৎ দেব রায়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রকল্প কর্তৃক অতিথিবৃন্দের মাধ্যমে ছাতা বিতরণ করা হয়।