খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব -এম এম শাহীন
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৯, ৪:১৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, কুলাউড়া ::
হাজিপুর কটারকোনা ফুটবল একাডেমীর আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা গতকাল ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কটারকোণা রাহিম কিং স্টার ফুটবল একাদশ কাউকাপন পিনাক সুপার স্টার একাদশের সাথে শিরোপা অর্জনের লড়াইয়ে অবতীর্ণ হয়। খেলায় নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে রাহিম কিং স্টার কাউকাপন পিনাক স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কটারকোণা রাহিম কিং স্টার ফুটবল একাদশ।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে অন্যায়-অনাচার এবং মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব। সুন্দর দেশ ও সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই।
হাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী খছরু নোমানের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাচিত বাচ্চু, টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক প্রমুখ।