কমলগঞ্জে চুরি
প্রকাশিত হয়েছে : ৮ সেপ্টেম্বর ২০১৯, ২:২৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার পতনঊষারে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে বৈদ্যনাথপুর গ্রামের চিকিৎসক আব্দুল মালিক এর ঘরের দরজা ভেঙ্গে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
জানা যায়, গভীর রাতে অস্ত্রধারী চোর দল ঘরের সামনের কাঠের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ ৩৮ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার, একটি হাত ঘড়ি ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চোরচক্র। শব্দ পেয়ে ঘরের মালিক চিকিৎসক আব্দুল মালিক জেগে উঠে হাল্লা চিৎকারে আশপাশের লোকজন আসলে চোরচক্র দ্রæত পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।