প্রশিক্ষণ নিতে নিউজিল্যান্ড যাচ্ছেন মৌলভীবাজারের রোকশানা আক্তার
প্রকাশিত হয়েছে : ৮ সেপ্টেম্বর ২০১৯, ২:০৭ অপরাহ্ণ
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বৈদেশিক প্রশিক্ষণে নিউজিল্যান্ড যাচ্ছেন মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষক রোকশানা আক্তার। সোমবার দুপুরে তিনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। সেখানে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে তিনি দেশে ফিরবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উ”চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিজ্ঞান শিক্ষকদের বৈদেশিক প্রশিক্ষণের নিউজিল্যান্ডের ম্যানুকাউ ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এই ব্যাচে মোট ২৯ জন বিজ্ঞান শিক্ষক মনোনিত হয়েছেন। তাদের মধ্যে মৌলভীবাজারের জেলার একজন বিজ্ঞান শিক্ষক রয়েছেন। তিনি হলেন দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষক রোকশানা আক্তার।