মৌলভীবাজারে মনু নদের উপর ফুটব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০১৯, ৪:৩৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে মনু নদের উপর সাবিয়া খেয়াঘাটে ফুটব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ১১টায় শহরের এম সাইফুর সড়কে সচেতন মৌলভীবাজার বাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আ স ম ছালেহ সুহেলের সভাপতিত্বে ও হাসান আহমদ রাজার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অপু প্রেন্টিস, অ্যাড. পার্থ সারথি পাল, সোহেল সামাদ খান পলাশ, কবি পুলক কান্তি ধর, বাবুল দেব, নিখিল তালুকদার, ফেরদৌস আলম মাসুদ, সাহেদ আহমদ (মেম্বার), মৌঃ বাঃ সরকারি স্কুলের ছাত্র ইশান দেব দীপ্ত প্রমুখ।
বক্তারা বলেন, মনু নদের উপর দিয়ে বাঁশের সাকো ও খেয়া নৌকা দিয়ে সাবিয়া, বলিয়ারবাগসহ ৯/১০ গ্রামের প্রায় বিশ, পঁচিশ হাজার মানুষ শহরের পশ্চিমবাজারে যাতায়াত করেন। এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এখানে একটি প্রশস্থ ফুটব্রিজের দাবি জানিয়ে স্থানীয়রা আন্দোলন করছেন। এই ফুটব্রিজ নির্মাণ হলে শহরের যানজট কমে আসবে। বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন মহলের আমলের নেওয়ার জন্য বক্তারা জোর দাবি জানান।