কুলাউড়ায় ইয়াবা ও হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ৪ সেপ্টেম্বর ২০১৯, ৬:২৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, কুলাউড়া ::
কুলাউড়ায় ইয়াবা ও হেরোইনসহ রুমা বেগম (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ ৪ সেপ্টেম্বর বুধবার উপজেলার সদর ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর ইউনিয়নের বড়কাপন গ্রামে মাদক ব্যবসায়ী আব্দুল গফ্ফারের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল গফ্ফার পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে আব্দুল গফ্ফারের স্ত্রী রুমা বেগম ইয়াবা ও হেরোইন একটি ঝাড়ুর ভেতরে ভরে ফেলে দেয়ার চেষ্টা করে। গোয়েন্দা পুলিশ ঝাড়ুটি উদ্ধার করে তার ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা ও ৯ পুরিয়া হেরোইনসহ রুমা বেগমকে গ্রেফতার করে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদি হয়ে আব্দুল গফ্ফার ও রুমা বেগমকে আসামী করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষণ রায় ও এসআই মোমিন উল্ল্যাহসহ কুলাউড়া থানা পুলিশ। মাদক ব্যবসায়ী আব্দুল গফ্ফারের বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে সে ও তার স্ত্রী মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।