বড়লেখায় ব্যাটারী চোরচক্রের মূল হোতা বুলেট রাজা কারাগারে
প্রকাশিত হয়েছে : ৪ সেপ্টেম্বর ২০১৯, ৫:১৯ অপরাহ্ণ
বড়লেখায় গাড়ির ব্যাটারী ও যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়ের করা মামলায় চোরচক্রের মূল হোতা ছাইদ আহমদ ওরফে বুলেট রাজা (২৫) ও তার সহযোগী ইমদাদুর রহমান রাহাতকে (২২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত ৩১ আগস্ট স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ। পরদিন ১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, এবার বুলেট রাজার সহযোগী মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়া তাদের দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে আদালতে আবেদন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, ‘ছাইদ আহমদ ওরফে বুলেট রাজা চোরচক্রের অন্যতম হোতা। সম্প্রতি একটি বাস থেকে ব্যাটারি চুরির সময় স্থানীয় লোকজন তাকে দেখে ফেলেন। পরে তারা তাকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরদিন তাকে গ্রামতলা বাজার থেকে স্থানীয়রা আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় আসে। এসময় তার কাছ থেকে চুরি করা ২টি ব্যাটারি উদ্ধার করা হয়।’