শ্রীমঙ্গলে ৮ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেজুর বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪ সেপ্টেম্বর ২০১৯, ৫:০৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে আট হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেজুর বিতরণ করা হয়েছে। গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি ও সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য (মৌলভীবাজার-৪) এর উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল এর জন্য ৮ হাজার পিচ টিফিন বক্স ও খেজুর এবং আড়াই হাজার পিচ গাছের চারা বিতরণ করেন।