বড়লেখায় ইমাকে হত্যার দায় স্বীকার স্বামীর
প্রকাশিত হয়েছে : ৪ সেপ্টেম্বর ২০১৯, ৪:৫৩ অপরাহ্ণ
বড়লেখায় অন্তঃস্বত্ত্বা স্ত্রী ইমা বেগমকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী জামাল উদ্দিন (২৩)। গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র হাকিম হরিদাস কুমারের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে সে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলায় ওড়না পেঁিচয়ে তাকে হত্যা করেছে বলে আদালতকে জানিয়েছে। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির বড়খলা গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে ইমা বেগমের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসে বড়লেখা সদর ইউপির গঙ্গারজল গ্রামের রহিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের বিয়ে হয়। ৭ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী ইমার সঙ্গে স্বামী জামালের পারিবারিক কলহ চলছিল। যৌতুকের জন্য জামাল প্রায়ই ইমাকে মারধর করতেন। এর জের ধরে গত রোববার রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী জামাল উদ্দিন স্ত্রী ইমা বেগমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে।
সোমবার পুলিশ নিহতের লাশ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জামাল উদ্দিনকে আটক করে। ঘটনার দিন রাতেই নিহত ইমা বেগমের বাবা ইসলাম উদ্দিন আটক জামাতাকে প্রধান আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথ বলেন, ইমাকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন তার স্বামী জামাল উদ্দিন। জবানবন্দি শেষে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।