বড়লেখা পৌরশহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী নেতার ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর ২০১৯, ৫:৩৭ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
রাস্তার ধারে, দোকানের সামনে ও বাসার সামনে যত্রতত্র পড়ে রয়েছে ময়লার স্তুপ। অপরিচ্ছন্ন পরিবেশ। বড়লেখা শহরের ভূমি অফিস সংলগ্ন সড়কের প্রবেশ পথ থেকে হাটবন্দ এলাকার। এই ময়লা-আবর্জনা থেকে এসিড মশাসহ অন্য মশা যাতে বংশ বিস্তার করতে না পারে। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতায় সেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ।
শনিবার (৩১ আগস্ট) এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এখন থেকে প্রতি শনিবার বাজার বন্ধের দিন এই অভিযান চলবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাটবন্দ সড়কের দুইপাশে প্রায়ই ময়লা-আবর্জনার স্তুপ জমে থাকে। এতে যেমন সড়কটি অপিরস্কার-অপরিচ্ছন্ন থাকে। তেমনি ময়লার স্তুপে থাকা পলিথিন ব্যাগ, বিভিন্ন প্লাস্টিক সামগ্রীর প্যাকেটে পানি জমে বংশ বিস্তার ঘটতে পারে এসিড মশাসহ বিভিন্ন মশার। এই পরিস্থিতিতে সড়কটি পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেব নাথ। তাঁর সাথে এই কার্যক্রমে অংশ নেন তরুণ বড়লেখা বাজারের ব্যবসায়ী বিপ্লব পাল, পুলক মোহন্ত, ওষুধ কোম্পানির প্রতিনিধি আজিম উদ্দিন, ব্যবসায়ী রুবেল আহমদ, পরিতোষ পাল প্রমুখ।
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই কাজ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। এদিন শহরের ভূমি অফিস সংলগ্ন সড়কের প্রবেশ পথ থেকে হাটবন্দ সফিরুন নেছা মেমোরিয়াল ট্রাস্ট্রের সামনা পর্যন্ত পরিস্কার করা হয়। তাদের এ কার্যক্রম দেখে তাৎক্ষণিক আরো অনেকে এগিয়ে আসেন।
বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেব নাথ বলেন, ‘শনিবারে বাজার সাপ্তাহিক বন্ধ থাকে। এর আগে কিছু কিছু কাজ করা হয়েছে। আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবেই শুরু করেছি। আমার মহল্লার ছেলেদের কয়েকজনকে সাথে নিয়েছি। পলিথিন, ময়লা আবর্জনায় পরিবেশ দূষণ হচ্ছে। ডেঙ্গু মাশার জন্ম হতে পারে এখান থেকে। এছাড়া পলিথিন ড্রেনে পড়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এসব কারণে কাজ শুরু করেছি। মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। যেখানে সেখানে পলিথিন ও ময়লা আবর্জনা না ফেলার অনুরোধও করছি। এটা অব্যাহত থাকবে। আশা করছি একটা ভালো ফল আসবে।’
বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন বলেন, ‘এটা প্রশংসনীয় উদ্যোগ। আমাদের পরিবেশটাকে আমাদের রক্ষা করতে হবে। এ কাজ অন্য মানুষকেও উৎসাহিত করবে।’