বড়লেখায় মোটরসাইকেল চুরির চেষ্টা, যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৯, ৩:০৭ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে সোয়েব আহমদ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল ৩০ আগস্ট শুক্রবার সকালে পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সোয়েব আহমদ বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউপির পাতন গ্রামের নুরুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের উত্তর বাজার এলাকার ব্যবসায়ী নাজমুল ইসলামের আরএক্স মোটরসাইকেল চুরির চেষ্টার সময় তিনি সোয়েব আহমদকে হাতে-নাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী ৩০ আগস্ট শুক্রবার রাত দশটায় বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় মোটরসাইকেল মালিক নাজমুল ইসলাম থানায় মামলা করেছেন।