মৌলভীবাজার সরকারি কলেজে অডিটোরিয়াম থেকে শহিদ জিয়ার নামফলক ভেঙ্গে নামালো ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৯, ৬:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙে ফেলা হয়েছে। সেখানে ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’ লিখা ব্যানার টানানো হয়েছে। ব্যানারের নিচে লিখা আছে ‘বাস্তবায়নে : বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখা।
গতকাল (২৯ আগস্ট) দুপুরে এই ফলক ভাঙা হয়। পরে কলেজ ক্যাম্পাসে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। মিছিল শেষে ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বক্তব্য রাখেন। বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী বলেন, আমরা প্রেসকক্লাবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি লাগিয়েছিলাম যা ১১ বছরেও কেউ করতে পারে নাই। সেটা করেছিল মৌলভীবাজার জেলা শাখা। আজ মৌলভীবাজার কলেজে শোকের প্রোগ্রাম করতে এসে ব্যথিত হয়েছি শহিদ জিয়ার নামে একটি সাইনবোর্ড বড় করে ধরে রেখেছে। বঙ্গবন্ধুর প্রতি আমাদের আবেগ ও ভালোবাসার অনুভূতি থেকে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে।
মুঠোফোনে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসাইন চৌধুরী জানান, সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং আবেগ থেকে এই সাইনবোর্ডটি নামানো হয়েছে। কোন আক্রোশ থেকে নয়। এটি সরকারি কলেজের নামেই সাইনবোর্ড থাকবে। আমরা কলেজ প্রশাসনকে জানিয়েছি। তারা বলেছেন বিষয়টি তারা আগামী সভায় উত্থাপন করবেন।
এদিকে এই ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে কলেজ অধ্যক্ষ ড. ফজলুল আলী বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে। স্বারকলিপিতে এই ঘটনার নিন্দা জানিয়ে পুনরায় সাইনবোর্ডটি প্রতিস্থাপনের দাবি জানিয়েছে।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলীর বক্তব্য জানতে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।