বড়লেখার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৯, ১:১৩ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বুধবার ২৮ আগস্ট দুপুর দুইটার দিকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।
অন্যদের মধ্যে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন, উপপরিদর্শক (এসআই) প্রভাকর রায়, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান, শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহসভাপতি মো. রফিক উদ্দিন আহমদ, ইউপি সদস্য মাসুক উদ্দিন, তরুণ সমাজসেবক মকসুদ আহমেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপণ করা হয়।