কমলগঞ্জে দুই দোকানে অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৯, ৬:০৩ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়ে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্য। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে খাদ্যপন্য তৈরি করার দায়ে শমশেরনগর বাজারের ঢাকা ফুডস এন্ড বেকারী ৩০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় জেবিএল ফার্মেসী ২ হাজার টাকাসহ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।