কমলগঞ্জে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৯, ৬:০০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে আব্দুর নুর নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রব ও দুবাই প্রবাসী ব্যবসায়ী জহির উদ্দিন এর বিদ্যালয়ে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা ও সুধী সমাবেশ হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পতনঊষার ইউনিয়নের রাধাগোবিন্দপুর আব্দুর নুর নূরজাহান উচ্চ বিদ্যালয় এর অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর নুর মাস্টারের সভাপতিত্বে ও সংবাদকর্মী মিজানুর রহমান মিষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রব, দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জহির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন লিখন, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ডা. বনমালী দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কমরেড সাইফুর রহমান, ভূমি দাতা শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, ডা. গৌরাঙ্গ দেবনাথ, আছকন আলী, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিজান আনছারী, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল আহমদ তালুকদার প্রমুখ।