৫০ জন দরিদ্র জেলেদের মধ্যে নৌকা বিতরণ করবে ক্যাপ ফাউন্ডেশন
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৯, ৪:৫৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
৫০ জন হতদরিদ্র জেলেদের মধ্যে নৌকা বিতরণ করবে সেবামূলক বেসরকারি সংস্থা কমিউনিটি এগেইন্সট পোভার্টি (ক্যাপ) ফাউন্ডেশন। আগামীকাল ২৪ আগস্ট শনিবার সংস্থার ‘ফিশ ফর লাইফ’ প্রজেক্টের আওতায় রাজনগর উপজেলার কাওয়াদিঘীর হাওরে বসবাসরত দরিদ্র জেলেদের মধ্যে ৫০টি নৌকা ও মাছ ধরার সামগ্রী বিতরণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান ক্যাপ ফাউন্ডেশনের (ইউকে) সিইও আব্দুল নূর হুমায়ুন।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ ফাউন্ডেশনের ট্রাস্টি অ্যান্ড ট্রেজারার আলম রুফ, এমবাসেডর মালিক মিয়া, রুহুল তরফদার, অফিস ম্যানেজমেন্ট জুয়েল মিয়া, ভলেন্টিয়ার কামরুল ইসলাম, জুবায়ের আলী, সুমন আহমদ, জসিম উদ্দিন, শামীম আহমদ, লিলু হাসান ও আল আমিন।
মতবিনিময়কালে আব্দুন নূর হুমায়ূন আরো জানান, কমলগঞ্জ উপজেলায় গরীব ও অসহায় পরিবারকে স্বচ্ছল করতে ৬টি পরিবারকে ‘ক্যাপ ভিলেজ কর্ণার শপ’ প্রজেক্টের আওতায় ৬টি দোকান কোটা ও দোকানের পণ্যসামগ্রী এবং কমলগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
সংস্থার প্রজেক্ট কো অরডিনেটর দিলওয়ার হোসেন জানান, ২০১১ সাল থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্যাপ ফাউন্ডেশন। তিনি ক্যাপ ফাউন্ডেশনের বর্তমান কাজের প্রকল্প সমূহ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে- আশ্রয়স্থল : আবাসন প্রকল্প (ক্যাপ ভিলেজ নির্মাণ), বিশুদ্ধ পানির টিউবয়েল স্থাপন, স্বাস্থসম্মত পয়ঃনিষ্কাশন (স্যানিটেশন), জীবিকা নির্বাহ (রিকশা), জীবিকা নির্বাহ (সেলাই মেশিন), প্রাক-প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মসজিদ স্থাপন, মাদ্রাসা স্থাপন। এছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সামগ্রী ও গর্ভবর্তী মায়েদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ক্যাপ ফাউন্ডেশন একটি এন্টিনেন্টাল ক্লিনিক পরিচালনা করে আসছে বলেও তিনি জানান।