মৌলভীবাজারে বইয়ের কোরাসের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৯, ৬:৩৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে সৃজনশীল বইঘর ‘বইয়ের কোরাস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত ১৯ আগস্ট সোমবার সন্ধ্যায় শহরের ড. সৈয়দ মুজতবা আলী সড়কের গুলবাগ এলাকায় ফিতা কেটে এর উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জাহেদা আহমদ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক ড. মশিউর রহমান, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, বাংলা বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ছড়াকার আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার পিটিআই’র ইন্সটাক্টর গবেষক দীপংকর মোহান্ত, বাহার মর্দান জয়গুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছড়াকার আবু সাঈদ রুপিয়ান, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, সাংবাদিক সায়েদ আহমদ প্রমুখ।