কাশ্মীরের মুসলমানদের গোলাম বানাতে চাইছে ভারত সরকার -আলহাজ হাফিয সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৯, ৪:১৬ অপরাহ্ণ
যুক্তরাজ্যের সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের সুরক্ষা আইন ৩৭০-ধারা বিলুপ্ত করে কাশ্মীরিদের সাথে প্রহসন করেছেন। এর মাধ্যমে কাশ্মীরের মুসলমানদের গোলাম বানাতে চাইছে তারা। ৭০ বছর ধরে যে আইনে কাশ্মরীরা নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখেছিল সেই আইন বাতিল করে বিজেপি সরকার তাদের সাম্প্রদায়িক মনোভাব স্পষ্ট করলো। জম্মু কাশ্মির ও লাদাখকে দুটি রাজ্যের অন্তর্ভূক্ত করার মাধ্যমে জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনের চেষ্টা করা হবে। এর মাধ্যমে তারা মুসলিম সংখ্যাগরিষ্টদের সংখ্যালঘুতে পরিণত করে তাদের দূর্বল করার পরিকল্পনা হাতে নিয়েছে। এটা খুবই নিন্দনীয় আচরণ।
তিনি গত শুক্রবার যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সিরাজাম মুনিরা মসজিদে বাদ জুমআ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সেন্টারের প্রিন্সিপাল সাইয়িদ শেখ ফাদি জুবা ইবনে আলীর সভাপতিত্বে এবং পেশ ইমাম ক্বারী আহমদ আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী মো. নানু মিয়া, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির ইমাম হাফিয দেলওয়ার হাসান সুমন, হাফিয রুহুল আমিন, কাহার আহমদ শেখ, মো. নাজিমুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের প্রিন্সিপাল শায়খ সৈয়দ ফাদি জুবা বলেন, পৃথিবীর নানাপ্রান্তে মুসলমানরা নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। মুসলমানরা দেশছাড়া, ভূমিছাড়া হচ্ছে। তাদেরকে মেরে পিটে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই দুঃসময়ে মুসলমানদের সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি ও ফেরকাগত মতপার্থক্যকে জাগিয়ে না তুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়াতে হবে। মুসলমানরা এক হলেই আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলের মসনদে কেঁপে উঠবে।