কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সবুজকুঁড়ির জাগরণী সংগীত
প্রকাশিত হয়েছে : ৮ আগস্ট ২০১৯, ৬:৪২ অপরাহ্ণ
প্রেসবিজ্ঞপ্তি ::
ইসলামী সংস্কৃতির নির্মল আঙ্গিনা, সিলেটের ঐতিহ্যবাহী শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন ‘সবুজকুঁড়ি’ ভারতের মোদী সরকার কর্তৃক সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু কাশ্মীরের শায়ত্বশাসন কেড়ে কাশ্মীরি জনগণের নায্য অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে রিলিজ করেছে জাগরণী সংগীত ‘কাশ্মীর।’
সবুজকুঁড়ির প্রধান পরিচালক রফীকুল ইসলাম মুবীনের কথায় ও সবুজকুঁড়ি পরিচালক সুলতান আহমদের সুর ও মূলকন্ঠে সংগীতে আরো কণ্ঠ দিয়েছেন সাইফুল ইসলাম, তাহমিদ জাহান নাফিস ও মামুনূর রশিদ।
গতকাল ৭ আগস্ট সকাল ৭ টায় সবুজকুঁড়ির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবুজকুঁড়ি চ্যানেলে রিলিজ হওয়ার পর থেকেই অল্প সময়ের মধ্যেই এটি ভাইরাল হয়। কাশ্মীরি মুসলমানদের প্রতি সহানুভূতিশীল ও সমর্থনপুষ্ট বাংলা ভাষাবাসীরা নেটদুনিয়ায় ব্যাপক শেয়ার করেছেন এটা।