৪ মাস বন্ধ থাকার পর খুলছে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি
প্রকাশিত হয়েছে : ৮ আগস্ট ২০১৯, ৬:১২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ চারমাস বন্ধ থাকার পর খুলেছে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি। বুধবার থেকে এটি খোলা হয়েছে। যথারীতি আগের নিয়মেই এটি এখন চলবে।
জানা যায়, আর্থিক সংকটে ঐতিহ্যসমৃদ্ধ এই পাবলিক লাইব্রেরি গত মে মাসে বন্ধ হয়ে যায়। লাইব্রেরি পরিচালনার সাথে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, গ্রন্থাগারিকসহ সবাই পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টরা বিভিন্ন ফোরামে আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা চালান।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরির সভাপতি বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লাইব্রেরির বিদ্যমান সমস্যা সমাধানে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সাংবিধানিকভাবে কমিটির আহবায়ক জেলা প্রশাসক। সদস্য সচিব করা হয়েছে কিশোরী পদ দেব শ্যামলকে।
বাকি সদস্যরা হলেন, জেলা পরিষদের সদস্য একজন, আওয়ামীলীগ নেতা মসুদ আহমদ, ডা. এ কে জিল্লুল হক, প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব ও সৈয়দ শাহেদ আহমদ। এদিকে পাবলিক লাইব্রেরী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বুধবার পাবলিক লাইব্রেরী খোলা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। জেলা প্রশাসনের লোকজনও পরিদর্শন করেছেন।